শিজক রিপোর্ট
রাঙামাটি: জেলার রাজস্থলী উপজেলায় তৈরি `আই লাভ রাজস্থলী’ সিম্বলটি ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে উপজেলার বাঙালহালিয়া-রাজস্থলী সড়কের গামারি বাগান এলাকায় নির্মিত এই সিম্বলটি ভেঙে দেয়া হয়।
এ ঘটনার পর স্থানীয়দের মনে প্রশ্ন এই সিম্বলটি ভেঙেছে কারা? যদিও স্থানীয় প্রশাসন এখনো কোনো ক্লু উদঘাটন করতে পারেনি।
উপজেলা প্রশাসন জানিয়েছে, চলতি বছরেই ‘আই লাভ রাজস্থলী সিম্বল’টির উদ্বোধন করা হয়। রাজস্থলী উপজেলা প্রশাসন এটি নির্মাণের উদ্যোগ নেয়। তবে এটি নির্মাণ ব্যয় জানাতে পারেনি উপজেলা প্রশাসন।
জানা গেছে, মঙ্গলবার রাতের ঘটনার পরদিন বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তনু কুমার দাশসহ স্থানীয়রা।
শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিয়ে জানতে চাইলে ইউএনও শান্তনু কুমার জানান, ‘গত মঙ্গলবার রাতে কে বা কারা এটি ভেঙে দিয়েছে। আমরা বুধবার বিষয়টি জানতে পেরেছি। আপাতত সিম্বলটি ভাঙা অবস্থাতেই আছে। আমরা এখনো ঘটনার কোনো ক্লু উদঘাটন করতে পারিনি। উপজেলা প্রশাসন এই সিম্বলটি তৈরি করেছে।’
এর আগে, জেলার অন্যান্য উপজেলায় এমন সিম্বল ভাঙার খবর তিনিও শুনেছেন বলে জানিয়েছেন ইউএনও।