বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪

কর্ণফুলীতে গোসলে নেমে যুবক নিখোঁজ

লোকাল করেসপনডেন্ট
কাপ্তাই: জেলার কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সিরাজুল আরেফিন আকিব (২২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। বুধবার (১৭ মে) বেলা ১টার দিকে উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের প্রজেক্ট এলাকার হাদি-টিলা সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিখোঁজ যুবক আকিব ওই এলাকার শহীদুল ইসলাম বাবুর ছেলে। শহীদুল কাপ্তাই পিডিবিতে চাকুরি করেন।

স্থানীয় সূত্র জানিয়েছে, বেলা ১টার দিকে আকিব এবং তাঁর তিন বন্ধু কাপ্তাই প্রজেক্ট এলাকার হাদি-টিলা নামক স্থান সংলগ্ন কর্ণফুলী নদীতে গোসল করতে নামলে হঠাৎ ঝড়ো হাওয়ার সম্মুখীন হয়। ওই সময় আকিবের তিন বন্ধু নদীর পাড়ে উঠতে পারলে আকিব নদীর পানিতে তলিয়ে যায়। পরে তাঁর বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে স্থানীয়দের খবর দেন। স্থানীয়রা জনপ্রতিনিধি, ফায়ার সার্ভিস কর্মীদের এ বিষয়ে অবগত করেন। পরবর্তীতে নৌ-বাহিনীর ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়।

এদিকে, ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল লতিফ জানান, ‘ঘটনার খবর পেয়ে কাপ্তাইয়ের ইউএনও, ফায়ার সার্ভিস এবং নৌ-বাহিনীর ডুবুরি দলকে খবর দিয়েছি। বর্তমানে আকিবকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও নৌ-বাহিনীর ডুবুরি দলের সদস্যরা অভিযান চালিয়ে যাচ্ছে।’

কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) শাহীনুর রহমান জানান, ‘আমরা বর্তমানে ঘটনাস্থলে আছি। আকিবকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।’

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর