বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪

কাপ্তাইয়ে ছড়ার পানিতে ডুবে শিশুর মৃত্যু

লোকাল করেসপন্ডেন্ট
কাপ্তাই: রাঙামাটির কাপ্তাই ‍উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নে ছড়ার পানিতে ডুবে ‘শারীরিক ও মানসিক প্রতিবন্ধী’ এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৭ আগস্ট) সকাল মাড়ে ১০টার দিকে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড চুনারভাটি মসজিদ সংলগ্ন কাটা পাহাড় এলাকায় ঘটনাটি ঘটেছে। ছড়ার পানিতে ডুবে মৃত শিশুর নাম মো জিহাদ। সেই ওই এলাকার মো. মাহবুব আলম মাসুদের ছেলে।

চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আক্তার হোসেন মিলন বলেন, ‘সকাল সাড়ে ১০টায় প্রতিবন্ধী ছেলেটি ঘর থেকে বের হয়ে মায়ের সঙ্গে ছড়ার পাশে খেলতে যায়। সেই সময়ে ছেলেটি মায়ের বেখেয়ালে ছড়ার পানিতে পড়ে তলিয়ে যায়। প্রচন্ড বৃষ্টি হওয়ায় ছড়ায় স্রোতছিল। সেইসময় ছেলেটির মা খোঁজাখুঁজি করে না পেয়ে চিৎকার চেঁচামেচি করে লোকজন জড়ো করে। এলাকার লোকজন ছড়ার পানিতে খোঁজাখুঁজি করে দুপুর ১২টার দিকে ঘটনাস্থলের আধা কিলোমিটার দূরে ছড়ার পানিতে শিশুর মৃতদেহ খুঁজে পায়।’

কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন বলেন, ‘ছড়ার পানিতে ডুবে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মানবিক বিবেচনায় আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে মৃতদেহ পরিবারের কাছে ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য হস্তান্তর করেছি।’

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর