বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪

কৃতী ক্রীড়াবিদদের সংবর্ধনা দিয়েছে রাঙামাটি রিজিয়ন

শিজক রিপোর্ট
রাঙামাটি: ক্রীড়াবিদদের মান উন্নয়নের অংশ হিসেবে রাঙামাটি জেলা থেকে দেশের বিভিন্ন পর্যায়ে পদক বিজয়ী ক্রীড়াবিদদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী রাঙামাটি রিজিয়ন। সোমবার (২৭ মার্চ) দুপুরে রাঙামাটি রিজিয়নের প্রান্তিক প্রাঙ্গণে পদকপ্রাপ্তদের সম্মাননা স্বরূপ নগদ অর্থ প্রদান করেছেন রাঙামাটি রিজিয়নের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন, এনডিসি।

এসময় শেখ কামাল ২য় যুব গেমস-২০২৩, শেখ কামাল জাতীয় স্কুল-মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা ও ১৭তম জাতীয় উশু চ্যাম্পিয়ন পদক বিজয়ীদের সম্মাননা দেয়া হয়। শেখ কামাল ২য় যুব গেমস-২০২৩ কারাতে স্বর্ণ পদকপ্রাপ্ত অমিত কুমার দে, ব্রোঞ্চ পদকপ্রাপ্ত সুদর্শন বিকাশ চাকমা, প্রজ্ঞাধন চাকমা, শেখ কামাল জাতীয় স্কুল-মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতায় হাই জাম্প জয়ী পূর্ণা চাকমা, ১৭তম জাতীয় উশু চ্যাম্পিয়নশীপে ব্রোঞ্চ পদকপ্রাপ্ত রাখি তালুকদারকে এই সংবর্ধনা দেয়া হয়।

অন্যদিকে জেলাপ্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে নগদ অর্থ দেয়া হয়।

সংর্বধনা অনুষ্ঠানে ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন বলেন, ‘মানসিক, শারীরিক সুস্থতার জন্য নিয়মিত খেলাধুলার চর্চার কোনো বিকল্প নেই। রাঙামাটির খেলাধুলার উন্নয়নে রাঙামাটি রিজিয়িন যে কোনো ধরনের সহযোগিতা অব্যহত রাখবে।’

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর