শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

খাগড়াছড়িতে স্কুল শিক্ষিকার অস্বাভাবিক মৃত্যুর রহস্য উদ্ঘাটন দাবি

শিজক রিপোর্ট
রাঙামাটি: খাগড়াছড়ি সদর উপজেলার মহাজন পাড়ায় এক স্কুল শিক্ষিকার অস্বাভাবিক মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার (৩০ জুলাই) সকাল ১০টায় রাঙামাটি জেলাপ্রশাসক কার্যালয়ে প্রধান ফটকে যৌথ কর্মসূচি পালন করেছে বেশ কয়েকটি সংগঠন।

সিএইচটি উইমেন অ্যাক্টিভিস্ট ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার বিভিন্ন উন্নয়ন সংস্থা, নারী হেডম্যান কার্বারি অ্যাসোসিয়েশন, ব্লাস্ট, স্পার্ক, হিল ট্যাক্টস রাইটার্স ইউনিয়ন, মহিলা পরিষদ, উইমেন রিসোর্স নেটওয়ার্ক, সাবাঙ্গী, ত্রিপুরা কল্যাণ সমিতি, গর্জনতলী মহিলা সমিতিসহ বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করে।

এসময় মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন- জাতীয় মানিবাধিকার কমিশনের সাবেক সদস্য ও সিএইচটি উইমেন অ্যাক্টিভিস্ট ফোরামের উপদেষ্টা নিরূপা দেওয়ান, রাঙামাটি সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, সিএইচটি উইমেন অ্যাক্টিভিস্ট ফোরামের চেয়ারপারসন টুকু তালুকদার, উইমেন রিসোর্স নেটওয়ার্কের সমন্বয়কারী নাই উ প্রু মারমা মেরী, স্পার্কের প্রতিনিধি পূর্ণা চাকমা, এশা ত্রিপুরার পরিবারের সদস্য ও প্রভাষক মুকুল কান্তি ত্রিপুরা, নারী হেডম্যান কার্বারি নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সান্তনা খীসা, গর্জনতলী মহিলা সমিতির সভানেত্রী সাগরিকা রোয়াজাসহ আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘বাথরুমে পড়ে মারা যাওয়ার কথা বললেও তাঁর (এশা ত্রিপুরা) শরীরের সামনে-পেছনে একাধিক স্থানে আঘাতের চিহ্ন ছিল। ঘটনার এতদিন পরও এশার স্বামী উদ্দীপন ত্রিপুরাকে আইনের আওতায় আনা হয়নি। এ ধরনের হত্যাকাণ্ড যেমনি সমাজে অস্থিরতা ও অপরাধপ্রবণতা তৈরি করে, তেমনি নারীর প্রতি সংহিংসতাকে উসকে দেয়।’

এসময় বক্তারা এশা ত্রিপুরা ‘হত্যাকাণ্ডের’ রহস্য উদঘাটন ও ঘটনার সঙ্গে জড়িত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এর আগে, গত ২১ জুলাই খাগড়াছড়ির মাটিরাঙ্গা তপ্ত মাস্টার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এশা ত্রিপুরা (নবীনা) খাগড়াছড়ি মহাজনপাড়ার ভাড়া বাসায় রহস্যজনক মৃত্যুবরণ করে। এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন প্রতিবাদ জানিয়ে আসছে।

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর