বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪

চলে গেলেন ‘সাদা মনের মানুষ’

শিজক রিপোর্ট
রাঙামাটি: ‘সাদা মনের মানুষ’ হিসেবে পরিচিত রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং শিশু সদনের প্রতিষ্ঠাতা ও মগবান শাক্যমনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত তিলোকানন্দ মহাথের পরলোকগমন করেছেন। গতকাল বৃহস্পতিবার (২ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের এই ধর্মীয় গুরুর মৃত্যুর বিষয়টি শিজক ডটকমকে নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা।

উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তিনি (তিলোকানন্দ মহাথের) কিডনিসহ নানা জটিল রোগে ভুগছিলেন। সর্বশেষ চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আইসিইউ’তে রেখেও তাঁর শারীরিক অবস্থার উন্নতি না হওয়া এবং উন্নতির সম্ভাবনা না থাকায় গতকাল (বৃহস্পতিবার) রাতে তাকে মগবান শাক্যমনি বৌদ্ধ বিহারে নিয়ে আসার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি হয়ে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নের মগবান শাক্যমনি বৌদ্ধ বিহারে ফেরার পথে খাগড়াছড়ির মানিকছড়িতেই তিনি রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে পরলোকগমন করেন। ভান্তের ‍মৃতদেহ বিহারে আনা হয়েছে রাত সাড়ে ৩টার দিকে।

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বৌদ্ধ ধর্মাবলম্বীদের এই ধর্মীয় গুরুর প্রয়াণে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে সুদর্শন চাকমা জানায়, মৃতদেহ মগবান শাক্যমনি বৌদ্ধ বিহারে সংরক্ষণ করে রাখা হয়েছে। পরবর্তীতে সুবিধাজনক সময়ে শেষকৃত্য ও দাহক্রিয়া সম্পন্ন করা হবে।

বৌদ্ধ ধর্মাবলম্বীরা জানিয়েছেন, কাচালং শিশু সদনের প্রতিষ্ঠাতা ও মগবান শাক্যমনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত তিলোকানন্দ মহাথের মায়ানমার ও থাইল্যান্ড সরকারের পক্ষ থেকে ‘অগ্র মহাপণ্ডিত’ হিসেবে ভূষিত হয়েছেন। এছাড়া তিনি পার্বত্য ভিক্ষু সংঘের চতুর্থ সংঘরাজের দায়িত্ব পালন করছেন। ভান্তের মৃত্যুতে শোকাবহ অবস্থা বিরাজ করছে বাঘাইছড়ির রূপকারী ইউনিয়নে।

কাচালং শিশু সদন প্রতিষ্ঠা ও সামাজিক কাজে অবদানের জন্য মগবান শাক্যমনি বৌদ্ধ বিহার অধ্যক্ষ ভদন্ত তিলোকানন্দ মহাথের ‘সাদা মনের মানুষ’ হিসেবে ভূষিত হয়েছিলেন।

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর