লোকাল করেসপনডেন্ট
দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালা বাস টার্মিনাল সংলগ্ন লারমা স্কয়ার বাজারে গত বুধবার মধ্য রাতে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭০ ব্যবসায়ী ও দোকান মালিকদের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী।
শুক্রবার (১৯ মে) বিকেলে দীঘিনালা বাস-টার্মিনাল এলাকার সামনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও দোকান মালিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন ৪ ইবি বেঙ্গল দি বেবী টাইগার্স দীঘিনালা সেনা জোন অধিনায়ক লে. কর্নেল রুমন পারভেজ।
আরও পড়ুন: দীঘিনালায় আগুনে পুড়ল ৫৩ দোকান
এসময় তিনি বলেন, ‘বাস- টার্মিনাল অগ্নিকান্ডের ঘটনায় সেনাবাহিনী তাৎক্ষণিক অগ্নিনির্বাপন কাজে সহযোগিতা করেছে। সেনাবাহিনী মানুষের সুখে-দুঃখে, দুর্যোগে মানুষের পাশে ছিলো, সামনেও এ ধারা অব্যাহত থাকবে।’
আরও পড়ুন: দীঘিনালায় আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অর্থ সহায়তা
ত্রাণ সামগ্রী বিতরণকালে এসময় উপস্থিত ছিলেন জোনাল স্টাফ অফিসার মেজর নাহিদ হাসান, জোন অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন এমএ মোমিন শিহাব, সিনিয়র ওয়ারেন্ট অফিসার জয়নুল আবেদিন, বোয়ালখালী (সদর) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও লারমা স্কয়ার বাজারের সভাপতি চয়ন বিকাশ চাকমা প্রমুখ।
এসময় সেনাবাহিনীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, চিনি, তেল, লবনসহ বিভিন্ন প্রকারের খাদ্য সম্মিলিত প্যাকেট ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হয়।