শিজক ডেস্ক
রাঙামাটি: জেলার দুর্গম বিলাইছড়ি উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান, হেডম্যান-কার্বারিসহ উপজেলা লিগ্যাল এইড কমিটির সঙ্গে জেলা লিগ্যাল এইড অফিসের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার মো. জুনাইদ (সিনিয়র সহকারী জজ)। এসময় উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তারসহ থানার ওসি (তদন্ত), ফারুয়া ও বিলাইছড়ির ইউপি চেয়ারম্যান, জনপ্রতিনিধি, হেডম্যান-কার্বারিসহ লিগ্যাল এইড কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জেলা লিগ্যাল এইড অফিসার উপস্থিত সকলকে লিগ্যাল এইড প্রসঙ্গে বিস্তারিত জানান। সভায় উপজেলার বিভিন্ন এলাকার সমস্যাগুলো তুলে ধরেন সংশ্লিষ্টরা।
এর আগে, সকাল ৯টায় উপজেলার ক্যাংড়াছড়ি ইসলামিক রিসোর্স সেন্টারে স্থানীয় ইমাম, খতীব ও ধর্মীয় শিক্ষকদের সঙ্গে সরকারি খরচে কীভাবে আইনি সহায়তা পাওয়া যায়, সে বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় রিসোর্স সেন্টারের সমন্বয়কসহ ২০ জন ইমাম, খতীব ও শিক্ষক উপস্থিত ছিলেন।
এদিকে, একইদিন বিলাইছড়ি উপজেলা পরিষদ বোট ঘাট এলাকায় একটি নালিশী জমিতে সরেজমিন পরিদর্শন করেন জেলা লিগ্যাল এইড অফিসার।