শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪

রাঙামাটিতে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে’ মতবিনিময় সভা

শিজক রিপোর্ট
রাঙামাটি: ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করনীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রাঙামাটিতে।রোববার (৫ মার্চ) বেলা আড়াইটায় জেলাপ্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা অফিসের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলাপ্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের উপপরিচালক আবদুল্লাহ আল মামুন। ‘স্মার্ট জেলা নির্মাণ’ প্রস্তাবের ধারণা উপস্থান করেন জেলা প্রোগ্রামার শিমুল ভৌমিক। ‘স্মার্ট বাংলাদেশের’ প্রস্তাবনা উপস্থাপনা করেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সজিব ত্রিপুরা।

এসময় বক্তারা বলেন, ‘তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বর্তমানে দেশে বিপ্লব ঘটেছে, তাই এখন ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ নির্মাণে স্বপ্ন দেখছে। স্মার্ট বাংলাদেশ করতে হলে আগে স্মার্ট জেলা করতে হবে। তারই লক্ষ্যে রাঙামাটি জেলাকে কিভাবে স্মার্ট করা যায় সেটি নিয়ে কাজ চলছে।’

মতবিনিময় সভার সভাপতিত্ব করেন জেলাপ্রশাসক

মতবিনিময় সভায় অনান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব) এসএম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলাপ্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরীন সুলতানা, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন চৌধুরী প্রমুখ। এছাড়াও সভায় বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, স্মার্ট বাংলাদেশের চারটি স্তম্ভ নির্ধারণ করা হয়েছে; তা হলো স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি ও স্মার্ট সোসাইটি।

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর