শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪

সীমান্তে ফের ‘মাইন বিস্ফোরণে’ আহত ১

মুফিজুর রহমান, লোকাল করেসপনডেন্ট
নাইক্ষ্যংছড়ি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপাড়ে মিয়ানমার থেকে গরু আনতে গিয়ে ‘মাইন বিস্ফোরণে’ গোলাম আকবর (২৫) নামে এক বাংলাদেশী নাগরিক আহত হয়েছেন। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর ইউনিয়নের চাকঢালা এলাকার জামছড়ি সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে সালুডং এলাকায় এ ঘটনা ঘটেছে।

আহত গোলাম আকবর (২৫) নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালা জামছড়ি এলাকার ছৈয়দ আজিমের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, চাকঢালা জামছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারের ওপাড় থেকে চোরাই গরু আনতে যান গোলাম আকবর। সেখানে মাইন বিস্ফোরণে বাম পায়ের গোড়াড়িতে গুরুতর আহত হয়। আহত গোলাম আকবর সংকটাপন্ন অবস্থায় বর্তমানে কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, ‘মাইন বিস্ফোরণে আহত ব্যক্তি কক্সবাজারে চিকিৎসাধীন রয়েছেন।’

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর