মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪

অবৈধ সিমসহ আটক ৩, বি আলম ট্রেডার্সের রোকন ‘আত্মগোপনে’

শিজক রিপোর্ট
রাঙামাটি: জেলা শহরের বাণিজ্যিক এলাকা হিসাবে পরিচিত রিজার্ভ বাজারে অবস্থিত মেসার্স বি আলম ট্রেডার্স থেকে অবৈধ রবি সিমসহ তিন জনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তবে দোকান মালিক মো. রোকন উদ্দিন বর্তমানে আত্মগোপনে রয়েছে।

অভিযানে ৫২টি অবৈধ সিম উদ্ধার করা হয়। আটককৃত হলেন- মো. নুর মোহাম্মদ, সজিব হোসেন ও মো. শহিদুল ইসলাম। তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রক্রিয়া চলছে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৬ মার্চ) বিকালে রিজার্ভবাজারের বি. আলম ট্রেডার্সে অভিয়ান চালায় ডিবি পুলিশের একটি দল। এসময় আটকৃতদের কাছে ৫২টি অবৈধ সিম উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনাকারী ডিবির সহকারী পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, আমাদের কাছে সংবাদ ছিল তারা বিভিন্ন জনের কাছে রবি সিম বিক্রি করলে তাদের অজান্তে আঙ্গুলের চাপ দিয়ে অতিরিক্ত আরও সিম নিবন্ধন করে রাখে এবং পরবর্তীতে সে সিমগুলো অন্যদের কাছে বিক্রি করে। এসব সিম মূলত জঙ্গি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হয়।

অভিযানে তিনজনকে আটক করতে পারলেও দোকান মালিক মো. রোকন উদ্দিন পলাতক আছে রয়েছে বলে জানান তিনি।

এদিকে, রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, ‘অবৈধ সিমসহ তিন জনকে আটক করে ডিবি। আসামিদের থানায় হস্তান্তর করেছে। মামলা প্রক্রিয়াধীন আছে।’

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর