শিজক ডেস্ক
রাঙামাটি: বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের নির্বাচিত নতুন কমিটিতে স্থান পেয়েছেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) দুই কর্মকর্তা। গত শনিবার (২৯ জুলাই) বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়।
এতে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব আরা বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনে মহিলাবিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মহিম আল মহিউদ্দিন ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নতুন কমিটি ২০২৩-২০২৪ সাল পর্যন্ত দুই বছর মেয়াদে দায়িত্ব পালন করবে।
এদিকে, আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সম্পাদকীয় পদে স্থান পাওয়া রাবিপ্রবির দুই সদস্যকে অভিনন্দন জানিয়েছে বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা।