মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪

আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনে রাবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের ২ সদস্য

শিজক ডেস্ক
রাঙামাটি: বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের নির্বাচিত নতুন কমিটিতে স্থান পেয়েছেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) দুই কর্মকর্তা। গত শনিবার (২৯ জুলাই) বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়।

এতে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব আরা বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনে মহিলাবিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মহিম আল মহিউদ্দিন ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নতুন কমিটি ২০২৩-২০২৪ সাল পর্যন্ত দুই বছর মেয়াদে দায়িত্ব পালন করবে।

এদিকে, আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সম্পাদকীয় পদে স্থান পাওয়া রাবিপ্রবির দুই সদস্যকে অভিনন্দন জানিয়েছে বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা।

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর