প্রান্ত রনি, শিজক রিপোর্ট
রাঙামাটি: কৃষি মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রাজ্জাক বলেছেন, ‘রাজাকার-আলবদরদের একাত্তরে রুখে দিয়েছিলাম। এখন যারা ষড়যন্ত্র করছে তাদের শেকড়, মূল উৎপাটন করব। বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে আছে। গণতন্ত্রের নামে আন্দোলনের নামে যারা সন্ত্রাস করছে ষড়যন্ত্র করছে, তাদের আমরা রুখে দেব।’
বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকালে রাঙামাটি জেলা শহরের শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হল রুমে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সম্ভাবনায় কাজু বাদাম ও কফি আবাদা, সম্প্রসারণ এবং বিভিন্ন জাতের ফলসহ টেকসই ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি’ শীর্ষক এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মন্ত্রী আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বিদেশী অর্থনীতিদের অনুমানকে ভুল প্রমাণ করেছেন। তিনি (প্রধানমন্ত্রী) প্রমাণ করেছেন বাংলাদেশ টিকে থাকতে স্বাধীন হয়েছে। বতর্মানে আওয়ামী লীগ সুষ্ঠুভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। আমরা বাংলাদেশের প্রতিটি মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত দিতে চাই।’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে ‘কৃষক দরদী’ মন্তব্য করে কৃষি মন্ত্রী বলেন, ‘জাতির পিতা কৃষক দরদী ছিলেন, তিনি কৃষকদের কথা ভাবতেন। প্রধানমন্ত্রীও কৃষক দরদী। আওয়ামী লীগ সরকার কৃষি বান্ধব সরকার। আমরা কৃষকের জন্য কাজ করে যাচ্ছি। চা, আনারস, কফি, কাজু বাদাম- এগুলা সব অঞ্চলে হয় না, পাহাড়ি অঞ্চলে এসব ফসলের সম্ভাবনা রয়েছে। আমরা সফল হলে দেশে আরও এগিয়ে যাবে। পাহাড়ের মানুষ গরীব থাকবে না।’
মতবিনিময় সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রুর চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা।