শিজক ডেস্ক
রাঙামাটি: খাগড়াছড়ির মানিকছড়িতে এক পাহাড়ি নারী ধর্ষণ ও রাঙামাটির লংগদুতে স্কুল পড়ুয়া এক পাহাড়ি ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশন।
সোমবার (৩০ অক্টোবর) বিকাল ৩টায় রাঙামাটি জেলাপ্রশাসক কার্যালয়ের প্রধান ফটকে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে এ দাবি জানিয়েছি সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির এই সহযোগী সংগঠনটি।
মানববন্ধনে হিল উইমেন্স ফেডারেশন ঢাকা মহানগর কমিটির সভাপতি চন্দ্রিকা চাকমার সঞ্চালনায় ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ম্রানুচিং মারমার সভাপতিত্বে মানববন্ধনে সংহতি বক্তব্য রাখেন আইনজীবী অ্যাডভোকেট জুয়েল দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক সুমিত্র চাকমা, পিসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুপ্রিয় তঞ্চঙ্গ্যা ও হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক শান্তিদেবী তঞ্চঙ্গ্যা, রাঙামাটি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক চারুলতা তঞ্চঙ্গ্যা।
এসময় বক্তারা বলেন, “পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি নারীর ওপর যৌন সহিংসতার ঘটনা নতুন নয়। ঘটনার পর দোষীদের শাস্তি না দেওয়ার কারণে এসব ঘটনা ঘটে চলছে। ঘটনার পর আসামিদের গ্রেপ্তার করা হলেও আইনের আওতায় তাদের যথাযথ শাস্তি প্রদান করা হয় না; ফলে অপরাধীরা বারংবার পার পেয়ে একই ঘটনা পুনরাবৃত্তি ঘটাচ্ছে। আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে এমন ঘটনা দ্বিতীয়বার ঘটে না।”
বক্তারা অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ ও যথাযথ বাস্তবায়নসহ লংগদুতে স্কুলছাত্রী ধর্ষণের চেষ্টাকারীকে দ্রুত গ্রেফতার ও খাগড়াছড়ির মানিকছড়ি ঘটনায় গ্রেফতার তিন আসামিকে আইনের আওতায় সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
বিজ্ঞপ্তি