বুধবার, নভেম্বর ১৩, ২০২৪

আ. লীগ নেতার মার্কেটে জুয়ার আসর, এপিবিএনের অভিযানে আটক ৩৯

শিজক রিপোর্ট
রাঙামাটি: জেলা শহরের বনরূপায় অবস্থিত আলিফ মার্কেটে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৩৯ জন আটক করেছে রাঙামাটি আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় জুয়ার আসর থেকে নগদ অর্থসহ জুয়া খেলার সরঞ্জাম উদ্ধারের কথা জানিয়েছে এপিবিএন।

আলিফ মার্কেট নামের যে বিপণিবিতান থেকে জুয়াড়িদের আটক করা হয়েছে; সেটি রাঙামাটি পৌর আওয়ামী লীগ সভাপতি ও ঠিকাদার মো. সোলায়মানের মালিকাধীন। মার্কেটের নিচতলায় কিভাবে দীর্ঘদিন ধরে জুয়ার আসর চলছে- এসব বিষয়ে আওয়ামী লীগ নেতা সোলায়মানের বক্তব্য জানা সম্ভব হয়নি।

মঙ্গলবার (০৩ অক্টোবর) রাত ১০টার দিকে এই অভিযান চালিয়েছে এপিবিএন। অভিযানে মার্কেটের নিচের (গ্রাউন্ড ফ্লোর) একটি কক্ষ থেকে জুয়া খেলার সময় হাতেনাতে ৩৯ জনকে আটক করা হয়।

এপিবিএন সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে এ মার্কেটে মাদক সেবনসহ নিয়মিত জুয়ার আসর বসে- এই তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ৩৯ জন জুয়াড়িকে আটকের পাশাপাশি ৪৮ হাজার ৯৪০ টাকা, ৩৮ বান্ডিল বিভিন্ন ব্র্যান্ডের তাস উদ্ধার করা হয়।

এর আগে, একই মার্কেটে পুলিশ বেশ কয়েকবার অভিযান চালিয়েছিল।

বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি এপিবিএনের সহ-অধিনায়ক মো. তারিকুল ইসলাম বলেন, ‘অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, জুয়াসহ অবৈধ কর্মকাণ্ড বন্ধে এ অভিযান করা হয়েছে। আগামীতেও অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন এই এপিবিএন কর্মকর্তা।

তবে মার্কেট মালিক ও রাঙামাটি পৌর আওয়ামী লীগ সভাপতি মো. সোলায়মানের বক্তব্য জানতে তাকে কল করা হলেও তিনি রিসিভ করেননি।

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর