শিজক ডেস্ক
খাগড়াছড়ি: সংগঠনের কর্মী হ্লাচিং মং মারমাকে (উষা) ‘পিটিয়ে হত্যার’ প্রতিবাদে এবং খুনীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে আগামীকাল বুধবার খাগড়াছড়ির ৫ উপজেলায় আধাবেলা সড়ক অবরোধের ডাক দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে ইউপিডিএফ খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অংগ্য মারমা এক বিবৃতিতে বুধবারের আধাবেলা ‘শান্তিপূর্ণ সড়ক অবরোধ’ কর্মসূচি সফল করতে খাগড়াছড়ি জেলার অধীন সকল যানবাহন মালিক ও শ্রমিক সমিতিসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।
বিবৃতিতে সংগঠনটি জানায়, বুধবার সকাল সাড়ে ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা শান্তিপূর্ণ সড়ক অবরোধের ডাক দেয়া হয়েছে। খাগড়াছড়ির মাটিরাঙ্গা, গুইমারা, মানিকছড়ি, রামগড় ও লক্ষ্মীছড়ি- এই পাঁচ উপজেলায় কর্মসূচি পালন করা হবে। ইউপিডিএফের উপজেলা কমিটিগুলো জনগণকে সঙ্গে নিয়ে এই অবরোধ কর্মসূচি পালন করবে।
গত সোমবার উষা মারমা হত্যার প্রতিবাদে খাগড়াছড়ির মানিকছড়িতে ইউপিডিএফ আয়োজিত সমাবেশ থেকে এই অবরোধের ডাক দেয়া হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে ইউপিডিএফ নেতা অংগ্য মারমা।