রবিবার, নভেম্বর ১০, ২০২৪

উন্নয়নের জন্য দরকার, আ.লীগ সরকার বারবার: কুজেন্দ্র ত্রিপুরা

পানছড়ি প্রতিনিধি
ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী প্রত্যাবসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সম্পর্কিত ট্রাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, “জনগণ ও আওয়ামী লীগ সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ আজ সারাবিশ্বে সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের রোল মডেল। গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়ন আজ দৃশ্যমান। উন্নয়নের জন্য দরকার, আওয়ামীলীগ সরকার বারবার।”

শনিবার (৯ সেপ্টেম্বর) খাগড়াছড়ির পানছড়িতে “উন্নয়ন যাত্রায় অভিযাত্রায় দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে” জনসমাবেশ করেছে  উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন। এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি ও ২৯৮ নম্বর খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা একথা বলেন।

পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমিনের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির খান, সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশুতোষ চাকমা, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, সদস্য বীর মুক্তিযোদ্ধা রইস উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্ব রায় দাশ, মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইন উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন মোর্শেদ খান, দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদস্য শাহিনা আক্তার প্রমুখ।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব’র সঞ্চালনায় জনসমাবেশে বক্তারা বলেন, ‘ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে। সন্ত্রাসীদেরকে বয়কট করতে হবে। সরকার পার্বত্য এলাকায় কোনো জাতিগোষ্ঠীর, ধর্মের পরিচয়ে উন্নয়ন কার্যক্রম করছে না। কোনো ভেদাভেদ করছে না। সবাইকে নিয়েই এগিয়ে যেতে হবে। আমরা মানুষ। আমাদের আত্মা এক অভিন্ন। সামাজিক, সাংস্কৃতিক, জাতিগত ও ধর্মীয় অনুশাসনের প্রতি সম্মান রেখে আমরা এগিয়ে যাবো। সবার সমানভাবে উন্নয়ন হবে। গণমানুষের উন্নয়ন দরকার।’

এসময় বক্তারা আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবারও বিজয়ী করার লক্ষে কুজেন্দ্র লাল ত্রিপুরার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে সবাইকে এক সঙ্গে কাজ করার আহবান জানান।

সন্ত্রাসবিরোধী কার্যক্রম প্রতিরোধ, সরকারের বৃহৎ প্রকল্পসমূহ, তথ্য অধিকার, তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহার, সাম্প্রদায়িক সম্প্রীতি,বাল্যবিবাহ রোধ, জনগণের স্বাস্থ্য সুরক্ষা, অধিকার প্রতিষ্ঠা, নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচি, দুর্যোগকালীন সুরক্ষা, গ্রামীণ অর্থনীতিতে সবার অংশগ্রহণ ও উদ্ধুদ্ধকরণের মাধ্যমে উন্নয়নের ধারাকে এগিয়ে নেওয়ার লক্ষে সমাবেশে আলোকচনা হয়।

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর