শিজক রিপোর্ট
রাঙামাটি: পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় পর্যায়ে রাখা ও বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে রাঙামাটির বিভিন্ন বাজার মনিটরিং করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন।
বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকালে রাঙামাটির প্রাণকেন্দ্র বনরূপা বাজার মনিটরিং করেন ওসি। এসময় বিভিন্ন দোকানে মূল্য তালিকা না থাকায় দোকানদারদের সতর্ক করা হয়। একই সঙ্গে বেশকিছু দোকানে মূল্য তালিকা যুক্ত করানো হয়েছে। অতিরিক্ত দাম নেয়ায় তা সংশোধন করে পুনঃদাম নির্ধারণ করতে বলা হয়। পাশাপাশি দোকানদারদের রমজানে অতিরিক্ত দাম না নেয়ার জন্য অনুরোধ করেন ওসি।
ওসি আরিফুল আমিন বলেন, ‘রমজান মাসে যাতে অতিরিক্ত দামের কারণে সাধারণ মানুষের কষ্ট না হয়, পাশাপাশি দোকানদাররা যাতে বেশী দামে পণ্য বিক্রী করতে না পারে সেজন্য বাজার মনিটরিং করা হচ্ছে। এটি নিয়মিত করা হবে।’