লোকাল করেসপনডেন্ট
কাপ্তাই: রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে উয়েইংচিং মারমা (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। উয়েইংচিং মারমা উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কারিগরপাড়ার সাগ্যউ মারমার স্ত্রী।
শুক্রবার (৩১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় (রাইখালী) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মংক্য মারমা।
চন্দ্রঘোনা থানার ওসি শফিউল আজম জানান, ‘ওই নারী দীর্ঘ ১০ বছর ধরে ‘মানসিক ভারসাম্যহীন’ ছিলেন। তাঁর পরিবার বিভিন্ন ডাক্তার, বৈদ্যের কাছে গিয়ে তাঁর চিকিৎসা করিয়েছিলেন। ঘটনা সময় তাঁর ছেলে ও মেয়ে ঘরের বাহিরে ছিলেন এবং স্বামী বনের মধ্যে কাঠ কাটতে গিয়েছিলেন। সন্ধ্যায় তাঁর ছেলে ঘরে এসে দেখে মা ঘরের মধ্যে রশিতে ঝুলে আছে।’
ওসি আরও জানান, ‘মৃত্যুর ঘটনায় পারিবার থেকে কেউ অভিযোগ করেনি। তাই উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে মৃতদেহ পরিবারের সদস্যদের নিকট বুঝিয়ে দিয়েছি।’