মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪

কাপ্তাইয়ে বৃক্ষ সৃজন করলেন মার্কিন রাষ্ট্রদূত

লোকাল করেসপনডেন্ট
কাপ্তাই: মার্কিন দূতাবাসের অর্থায়ন ও ইউএনডিপির তত্ত্বাবধানে রাঙামাটিতে চলমান বিভিন্ন প্রকল্প পরিদর্শনে এসেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। রোববার (৫ মার্চ) সকালে রাঙামাটি সফরের অংশ হিসেবে তিনি বন বিভাগের কাপ্তাই রেঞ্জর আওতাধীন ব্যঙছড়ি বনফুল রেস্ট হাউসে আসলে তাঁকে অভ্যর্থনা জানান রাঙামাটি অঞ্চলের বন সংরক্ষক মো. মিজানুর রহমান।

এসময় চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল চন্দ্র দাশ, পার্বত্য চট্টগ্রম উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা অজিত কুমার রুদ্র, দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা শালেহ মো. শোয়েব খান, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দেসহ মার্কিন রাষ্ট্রদূতের ১৫ সদস্য বিশিষ্ট সফরসঙ্গী দল উপস্থিত ছিলেন।

পরে প্রকল্পের কার্যক্রম বিষয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় বিভাগীয় বন কর্মকর্তা, রেঞ্জ ও বিট কর্মকর্তাদের সঙ্গে রাষ্ট্রদূত মতবিনিময় করেন। শেষে বনফুল রেস্ট হাউজ প্রাঙ্গনে একটি বকুল ফুল গাছের চারা সৃজন করেন রাষ্ট্রদূত।

এদিকে, রোববার দুপুরে রাঙামাটিতে বিভিন্ন প্রকল্প পরিদর্শন ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে মতবিনিময় সভা করেছেন রাষ্ট্রদূত।

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর