মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪

কুকি-চিন পার্টির গুলিতে বান্দরবানে সেনাসদস্য নিহত

শিজক ডেস্ক
বান্দরবান: জেলার দুর্গম পাহাড়ে সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফের অতর্কিত গুলি বর্ষণে এক সেনাসদস্য নিহত হয়েছেন। এসময় আহত আরও দুই সদস্য চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১৩ মার্চ) বেলা ১১টার দিকে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার বিকালে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে জাতীয় শিশু দিবস-২০২৩ ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দুর্গম পাহাড়ি এলাকায় মা ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদানের উদ্দেশে গমনকৃত দলের নিরাপত্তায় নিয়োজিত সেনাসদস্যদের ওপর এই গুলি বর্ষণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন।”

নিহত নাজিম উদ্দিন সেনাবাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার ছিলেন। রংপুর সদরের ঘাঘটপাড়া গ্রামের বাসিন্দা মৃত শমসের আলীর ছেলে নাজিম ৩০ বছর ধরে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন।

তাঁর মৃত্যুতে সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন।

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর