ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
খাগড়াছড়ি: জেলার গুইমারা উপজেলায় পানির কুয়া খনন করতে গিয়ে মাটিচাপা পড়ে মো. বেলাল হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৫ মার্চ) দুপুরে উপজেলার হাফছড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।
নিহত বেলাল হোসেন হাফছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ হাফছড়ি (হাতিমুড়া পুলিশ ফাঁড়ি সংলগ্ন) গ্রামের ফুল মিয়ার ছেলে। বেলাল হোসেন পেশায় কৃষক, তার দুই সন্তান রয়েছে।
স্থানীয়রা জানান, রোববার সকালে বেলাল হোসেন স্ত্রী আয়শা বেগমকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে খাবার পানির সন্ধানে কূয়া খনন করতে যায়। বেলা ১২টার দিকে আয়েশা বেগম স্বামীর জন্য দুপুরের খাবার নিতে ঘরে আসে এবং ১টার দিকে ফিরে গিয়ে কূয়ার মধ্যে মাটিচাপা অবস্থায় স্বামীর শরীর দেখতে পেয়ে চিৎকার করলে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই মিরাজ হোসেন বলেন, খরা মৌসুমে খাবার পানির সংকটে থাকি আমরা। অনেক দূরে গিয়েও বিশুদ্ধ পানি জুটে না। এই পানির জন্য প্রাণ গেলো সবার ছোট ভাইয়ের।
মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. মহিউদ্দীন বলেন, ‘বেলাল হোসেনকে হাসপাতালে আনার আগে মৃত্যু হয়েছে। পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে।’