শিজক ডেস্ক
রাঙামাটি: আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পার্বত্য জেলা রাঙামাটিতে দৈনিক কালবেলা’র নবযাত্রার এক বছর পূর্তি উদযাপিত হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) বিকেলে রাঙামাটি জেলাপ্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন জেলাপ্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশারফ হোসেন খান।
আলোচনা সভায় কালবেলা’র জেলা প্রতিনিধি মিশু দে’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ রাঙামাটি জেলা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার-১ বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন চৌধুরী, রাঙামাটি প্রেসক্লাব সভাপতি মো. সাখাওয়াত হোসেন রুবেল।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমা বিনতে আমিন, সুশাসনের জন্য নাগরিক-সুজন রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক এম জিসান বখতেয়ার, রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী, রাঙামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম কামাল উদ্দিন, দৈনিক পার্বত্য চট্টগ্রাম’র সম্পাদক মো. ফজলে এলাহীসহ জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
জেলাপ্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, ‘মানুষ সকাল বেলা ঘুম থেকে যেটি খুঁজেন সেটি হলো পত্রিকা। একেকটি পত্রিকা একেক কারণে জনপ্রিয়। কেউ সম্পাদকীয় পাতার কারণে আবার কেউ কেউ চাকরির খবরের কারণে। এক বছরে কালবেলার যে অগ্রগতি সেটি আশাব্যঞ্জক।’