মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪

খাগড়াছড়িতে বিজিবি সদস্যদের কুস্তি খেলা

সোহানুর রহমান, খাগড়াছড়ি থেকে
খাগড়াছড়ি: খাগড়াছড়িতে তিন দিনব্যাপী সেক্টর আন্তঃব্যাটালিয়ন কুস্তি প্রতিযোগিতা-২০২৩ বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) ব্যবস্থাপনায় চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ মে) সকালে খাগড়াছড়ি ইনডোর স্টেডিয়ামে আন্তঃসেক্টর ব্যাটালিয়ন কুস্তি প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির খাগড়াছড়ি সেক্টর অধিনায়ক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। ‘‘খেলার মাধ্যমে একজন সৈনিকের সাহসিকতা, আত্মবিশ্বাস এবং মনোবল প্রকাশ পাবে এবং সেই সাথে খেলাধুলার মাধ্যমে শরীর ও মনকে সতেজ ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়”- এই মূলমন্ত্রকে সামনে রেখে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় খাগড়াছড়ি সেক্টরের অধীনে ৫টি বর্ডার গার্ড ব্যাটালিয়নের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত সমাপনী খেলা শেষে খাগড়াছড়ি বিজিবি সেক্টর অধিনায়ক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও ট্রফি বিতরণ করেন। এসময় বাঘাইহাট ৫৪ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান, বাবুছড়া ৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইশতিয়াক আহমদ, খাগড়াছড়ি ৩২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইমদাদুল হকসহ খাগড়াছড়ি বিজিবি সেক্টর ও অন্যান্য অধীনস্থ ব্যাটালিয়ন অধিনায়ক ও বিভিন্ন পর্যায়ের সামরিককর্মকর্তা, সৈনিক ও বেসামরিক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

খেলায় ৮২ জন খেলোয়াড় ৯টি ওজন শ্রেনীতে অংশগ্রহণ করে চমৎকার ক্রীড়া নৈপূণ্য প্রদর্শন করে। চূড়ান্ত প্রতিযোগিতা শেষে খাগড়াছড়ি ৩২ বিজিবি ব্যাটালিয়নে ৪টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ৪টি তাম্র পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে, বাবুছড়া ০৭ বিজিবি ব্যাটালিয়ন ২টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ১টি তাম্র পদক পেয়ে রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

এছাড়া বিচারকদের বিবেচনায় বাবুছড়া ৭ বিজিবি ব্যাটালিয়নের সিপাহী মইনুর রহমান ‘রিয়েল শ্রেষ্ঠ খেলোয়াড়’ এবং খাগড়াছড়ি ৩২ বিজিবি ব্যাটালিয়নের সিপাহী মেহেদী হাসান ‘শ্রেষ্ঠ নবীন খেলোয়াড়’ হিসেবে পুরস্কার পেয়েছেন।

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর