ডিস্ট্রিক করেসপনডেন্ট
খাগড়াছড়ি: ঈদুল ফিতরকে সামনে রেখে যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও সড়কে শৃঙ্খলা আনতে সড়ক পরিবহন আইন ২০১৮ এর আওতায় খাগড়াছড়িতে ভ্রাম্যামান আদালতের সাত মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় হয়েছে।
রোববার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে জেলা শহরের জিরো মাইল এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলাপ্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুরুল আলম।
আদালত সূত্র জানায়, সড়ক পরিবহন আইন আইন এর ৬৬, ৭৫ ও ৭৭ ধারায় ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস ও রোড পারমিটের জন্য যথাক্রমে মামলা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতে খাগড়াছড়ি বিআরটিএ’র মোটরযান পরিদর্শক কায়সার আলম, ট্রাফিক পুলিশ পরিদর্শক সুপ্রিয় দেব প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলাপ্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুরুল আলম বলেন, ‘সড়ক নিরাপদ রাখতে আমাদের এই ভ্রাম্যমান আদালতের অভিযান। সকাল থেকে এখানে অভিযান পরিচালনা করছি। এ পর্যন্ত ৭ জনকে জরিমানা করেছি। আগামীতে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।