শিজক ডেস্ক
খাগড়ছড়ি: মানিকছড়িতে সংগঠনের সদস্য হ্লাচিং মং মারমাকে (ঊষা) পিটিয়ে হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শান্তির দাবিতে খাগড়াছড়ির ৫ উপজেলায় ইউপিডিএফের ডাকা আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (৫ এপ্রিল) ভোর সাড়ে ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলার মানিকছড়ি, রামগড়, গুইমারা, মাটিরাঙ্গা ও লক্ষ্মীছড়ি উপজেলায় অবরোধ কর্মসূচি পালিত হয়। অবরোধ চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
অবরোধের সমর্থনে পিকেটাররা ভোর সাড়ে ৫টা থেকে খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-ঢাকা সড়কসহ উপজেলাগুলোর বিভিন্ন স্থানে অবস্থান নেয়। অবরোধের কারণে খাগড়াছড়ি-ঢাকা ও খাগড়ছড়ি-চট্টগ্রাম সড়কে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ ছিল। উপজেলাগুলোতেও অভ্যন্তরীণ সড়ক যান চলাচল করেনি।
এদিকে, আজ দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অংগ্য মারমা সড়ক অবরোধ কর্মসূচি সফল করার জন্য জেলার সকল যানবাহন মালিক সমিতি, শ্রমিক সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
অংগ্য বলেন, ‘হ্লাচিং মং মারমাকে যেভাবে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে তা মধ্যযুগীয় নৃশংসতাকেও হার মানিয়েছে। এমন নৃশংস ঘটনার বিরুদ্ধে রুখে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে।” তিনি অবিলম্বে হ্লাচিং মং মারমাকে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ইউপিডিএফ’র প্রচার ও প্রকাশনা বিভাগের দায়িত্বরত নিরন চাকমার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।