শিজক রিপোর্ট
রাঙামাটি: জেলা শহরের সেন্ট ট্রিজার স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক ছবি মারমা পরলোকগমন করেছেন।
বুধবার (২৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এর আগে, বিকেলে অসুস্থজনিত কারণে তাঁকে হাসপাতালে নেয়া হয়।
স্ট্রোক পরবর্তী নানান শারীরিক জটিলতায় ভুগছিলেন সবার প্রিয়মুখ ছবি টিচার।
প্রয়াত ছবি মারমার একমাত্র সন্তান মেরিলিন এ্যানি শিজক ডটকমকে বলেন, ‘মা স্ট্রোকের পর খানিকটা প্যারালাইজড হলেও কিছুটা রিকভার করেছিল। আজ (বুধবার) সকালেও ভাল ছিল। হঠাৎ কী হয়ে গেল।’
ব্যক্তি জীবনে ছবি মারমা সদা হাস্যোজ্জ্বল ও মাতৃত্বসুলভ আচরণের কারণে স্কুলের প্রাক্তন, বর্তমান সকল ছাত্র-ছাত্রীর কাছেই খুব প্রিয় ছিলেন; জানালেন মেয়ে মেরিলিন এ্যানি। তিনি তাঁর মায়ের আত্মার শান্তির জন্য সকলের আর্শিবাদ প্রার্থনা করেছেন।
এদিকে, বৃহস্পতিবার সকালে ছবি মারমার মরদেহ তাঁর কর্মস্থল সেন্ট ট্রিজার স্কুলে আনা হয়েছে। সেখানে বিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন-বর্তমান শিক্ষার্থী ও অভিভাবকরা তাঁকে শেষ শ্রদ্ধা জানান।
সেন্ট ট্রিজার স্কুল এক শোক বার্তায়, শিক্ষিকা ছবি মারমার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়েছে। একই সঙ্গে বৃহস্পতিবারের (২৭ জুলাই) সকল শ্রেণী ও অফিস কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে।