শিজক রিপোর্ট
রাঙামাটি: বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফার অবরোধ কর্মসূচির প্রথম দিনে রাঙামাটি জেলা শহরের অভ্যন্তরীণ যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে খাগড়াছড়ি-বান্দরবান-চট্টগ্রামের সঙ্গে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। চট্টগ্রামের সঙ্গে পণ্যবাহী ট্রাক-গাড়ি চলাচল করলেও আগের তুলনায় কিছুটা কম।
রোববার (৫ নভেম্বর) দুপুরে সরেজমিন দেখা গেছে, দ্বিতীয় দফার অবরোধের প্রথম দিনে প্রথম দফার অবরোধের চেয়ে অভ্যন্তরীণ একমাত্র যানবাহন ব্যবস্থা সিএনজি-অটোরিকশা চলাচল বেড়েছে। জেলা শহরের বিভিন্ন মোড়ে-মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ সদস্যরা। শহরে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটরা বিজিবির ফোর্সসহ টহল দিচ্ছে।
সকাল থেকেই খাগড়াছড়ি-বান্দরবান-চট্টগ্রামগামী দূর পাল্লার বাস ছেড়ে যাচ্ছে না রাঙামাটি থেকে। তবে রাঙামাটির কাপ্তাই হ্রদে নৌ-যান চলাচল সচল আছে। সকাল থেকে বিভিন্ন উপজেলাগামী লঞ্চ-বোট ছেড়ে গেছে।
জেলার কোথাও কোনো ধরণের পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। উপজেলাগুলো থেকেও অবরোধে কোনো নাশকতার খবর পাওয়া যায়নি। আগের মতোই বন্ধ রয়েছে জেলা বিএনপির কার্যালয়, আশপাশেও দেখা যায়নি নেতাকর্মীদের।
নেতাকর্মীদের অভিযোগ, হরতাল-অবরোধে নেতারা বের হচ্ছেন না, আত্মগোপনে রয়েছেন।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, ‘আজকের অবরোধে আগের তুলনায় যানবাহন চলাচল বেড়েছে, পরিস্থিতি স্বাভাবিক। শহরে বাড়তি পুলিশ, স্ট্রাইকিং ফোর্স মোতায়েন আছে। আজ এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।’