মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪

ছুরিকাঘাতে ছেলেকে হত্যার পর সিলেট থেকে বাবা গ্রেফতার

লোকাল করেসপন্ডেন্ট
দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালায় পারিবারিক কলহের জেরে বাবার হাতে ছুরিকাঘাতে খুনের ঘটনার ৪০ দিন পর পিতা মো. হানিফকে (৫৪) গ্রেফতার করেছে পুলিশ।

থানা পুলিশ জানিয়েছে, তথ্য প্রযুক্তির সহায়তায় সিলেট জেলার গোলাপগঞ্জ থানা এলাকা থেকে মো. হানিফকে গ্রেফতার করা হয়। হানিফ পলাতক থাকাকালীন সময়ে একাধিক মোবাইল ও সিম কার্ড পরিবর্তন করেছে বলে জানিয়েছে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) দীঘিনালা থানার উপ-পরিদর্শক (এসআই) প্রেমানন্দ মন্ডল জানান, “গ্রেফতার মো. হানিফের বিরুদ্ধে দীঘিনালা থানায় নিয়মিত খুনের মামলা রয়েছে। গত ২০ মে রাত সাড়ে ১১টায় কবাখালী ইউনিয়নের হেডম্যান পাড়ায় পারিবারিক কলহের জেরে ছেলে শাহিন আলমকে (১৪) হানিফ উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।”

“পরে স্থানীয়দের সহায়তায় আহত শাহিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ১০ দিন চিকিৎসার পর তাকে নিজ বাসায় নিয়ে আসা হলে ৩ জুন শাহিন মারা যায়। এ ঘটনার এক দিন পর অভিযুক্ত মো. হানিফ ও অজ্ঞাত একজনকে আসামি করে দীঘিনালা থানায় মামলা করেন নিহত শাহিনের মামা হাবিবুর রহমান।”

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে এ মামলায় দীঘিনালা থানা হেফাজতে আসামি মো. হানিফকে গ্রেফতার দেখানো হয়েছে। শুক্রবার (৩০ জুন) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, “ঘটনার পর থেকেই আসামি পলাতক থাকায় তদন্তের স্বার্থে তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান জানা যায়। পরে দীঘিনালা থানা পুলিশের একটি চৌকশ টিম অভিযান চালিয়ে সিলেট জেলার গোলাপঞ্জ থেকে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।”

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর