রবিবার, নভেম্বর ১০, ২০২৪

জনসংহতি সমিতির রাঙামাটির দায়িত্বে সুরেশ-জুপিটার

শিজক ডেস্ক
রাঙামাটি: পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) রাঙামাটি জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় খাগড়াছড়ির কেন্দ্রীয় কার্যালয়ে জনসংহতি সমিতির (এমএন লারমা) রাঙামাটি জেলা কমিটি গঠনকল্পে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সুরেশ কান্তি চাকমাকে আহ্বায়ক ও জুপিটার চাকমাকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট রাঙামাটি জেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সভায় সুরেশ কান্তি চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জনসংহতি সমিতি (এমএন লারমা) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অংশুমান চাকমা। এসময় বক্তব্য রাখেন- জুপিটার চাকমা, সুমেধ চাকমা, বিমলেশ্বর চাকমা ও ববিতা চাকমা। এছাড়াও জেলা ও থানা শাখার নেতৃবৃন্দরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন। রাঙামাটিতে পূর্ণাঙ্গ কমিটি গঠন না হওয়া পর্যন্ত এ আহ্বায়ক কমিটি কেন্দ্রীয় কর্মসূচি জেলায় বাস্তবায়ন ও পরিচালনা করবে বলেও সিদ্ধান্ত হয় ওই সভায়।

সভায় বক্তারা বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের আন্দোলন জোরদার করার এখনই সময়। চুক্তি স্বাক্ষরের পর হতে পার্বত্য চট্টগ্রামে চুক্তিবিরোধী শক্তি যে ধ্বংসলীলা শুরু করেছে তা জুম্ম জনগণের বৃহত্তর স্বার্থে পরিহার করতে হবে।’
এছাড়াও অপর রাজনৈতিক দলের নির্মূলীকরণের নীতি পরিহার করে বৃহত্তর জুম্ম জাতীয় ঐক্য গড়ে তোলে আত্ম-নিয়ন্ত্রণাধিকার আন্দোলন জোরদার করার আহ্বান জানানো হয় সভা থেকে। (বিজ্ঞপ্তি)

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর