লোকাল করেসপন্ডেন্ট
কাপ্তাই: টানা বৃষ্টি ও উজান পানির ঢলের কারণে ফুলছে কাপ্তাই হ্রদের পানি। এতে উৎপাদন বেড়েছে দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রের। রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটই চালু করা হয়েছে। তবে সবকটি ইউনিট চালু করা হলেও উৎপাদন হচ্ছে সক্ষমতার অর্ধেক।
জানতে চাইলে বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের বলেন, ‘গত কয়েক দিনের বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদে পানির পরিমান বৃদ্ধি পাওয়া কেন্দ্রের উৎপাদন বাড়ানো হয়েছে। হ্রদে পানির পরিমাণ আরও বাড়তে থাকলে বিদ্যুৎ উৎপাদনও বাড়বে।’
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) সূত্রে জানা গেছে, বর্তমানে কাপ্তাই হ্রদে রুলকার্ভ (পানির পরিমাপ) অনুযায়ী কাপ্তাই হ্রদে ৯০ দশমিক ৬০ মিনস সী লেভেল (এমএসএল) পানি থাকার কথা থাকলেও হ্রদে পানি রয়েছে ৮২ দশমিক ৯০ এমএসএল। সে হিসাবে স্বাভাবিকের চেয়েও কাপ্তাই হ্রদে পানি আছে। হ্রদে পানির ধারণ সক্ষমতা রয়েছে ১০৯ এমএসএল।
কন্ট্রোল রুম সূত্র আরও জানিয়েছে, বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটের ২৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা থাকলেও বর্তমানে সব ইউনিট মিলে উৎপাদন হচ্ছে ১৩৫ মেগাওয়াট। এর মধ্যে ১ নং ইউনিটে ৩৩ মেগাওয়াট, ২ নং ইউনিটে ৩২ মেগাওয়াট, ৩ নং ইউনিটে ২৬ মেগাওয়াট, ৪ নং ও ৫ নং ইউনিটে ২২ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।