লোকাল করেসপনডেন্ট
দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালা বাস-টার্মিনাল এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ আর্থিক অনুদান প্রদান করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৭ মে) বিকেলে উপজেলার বাস-টার্মিনাল এলাকায় ৫৩ ব্যবসায়ীর মাঝে নগদ ৩ লাখ ৭১ হাজার টাকা বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম।
এসময় তিনি বলেন, ‘প্রাথমিকভাবে সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সরকার সব সময় জনগণের বিপদ আপদে পাশে আছে।’
অনুদান বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরাফাতুল আলম। ইউএনও বলেন, ‘আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন করা হয়েছে। আমরা তাৎক্ষণিক কিছু নগদ অর্থ সহায়তা দিয়েছি। তালিকাটি আমরা খাগড়াছড়ি জেলা প্রশাসক বরাবর পাঠাব। যে কোনো দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনগণের পাশে প্রশাসন সব সময় থাকবে।’
আরও পড়ুন: দীঘিনালায় আগুনে পুড়ল ৫৩ দোকান
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু, বোয়ালখালী (সদর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবদুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, মঙ্গলবার দিবাগত রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে খাগড়াছড়ি ও দীঘিনালা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।