শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪

দীঘিনালায় দুই দোকানিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

লোকাল করেসপনডেন্ট
দীঘিনালা: মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার বিক্রয় ও পরিবেশনসহ নানা অভিযোগে খাগড়াছড়ির দীঘিনালায় দুই দোকানদারকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে উপজেলার বোয়ালখালী নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরাফাতুল আলম। অভিযানে তিনি এ দণ্ড দিয়েছেন।

নিবার্হী ম্যাজিস্ট্রেট বলেন, ‘দীঘিনালায় পবিত্র রমজান মাস উপলক্ষ্যে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য ও অস্বাস্থ্যকর পরিবেশ খাবার পরিবেশন করায় দুই দোকানদানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর মতে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অযথা দ্রব্যমূল্য বৃদ্ধি না করা, মজুত না করা, গুজব সৃষ্টি না করা ইত্যাদি বিষয়ে সর্বসাধারণের মাঝে সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়।’

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন, উপজেলা মৎস্য কর্মকর্তা অবর্ণা চাকমা, স্যানেটারি ইন্সপেক্টর তনজিম চাকমা, দীঘিনালা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মনির উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর