লোকাল করেসপন্ডেন্ট
দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালায় ভারি ও অতিভারি বৃষ্টিপাতে মাইনী নদীর দুই ধারের পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে দীঘিনালা সেনা জোন।
বুধবার (৯ আগস্ট) সকালে উপজেলার কবাখালী ইউনিয়নের ১ নম্বর কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মেরুং ইউনিয়নের ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় ৎকেন্দ্রে আশ্রিতদের মধ্যে শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সামগ্রী বিতরণ করেন উপ-অধিনায়ক মেজর নূর নাফিজ ইসলাম।
ত্রান সামগ্রী বিতরণকালে দীঘিনালা সেনা জোনের উপ-অধিনায়ক মেজর নূর নাফিজ ইসলাম বলেন, ‘সেনাবাহিনী যে কোনো দুর্যোগ মোকাবিলায় জনপ্রতিনিধি ও সিভিল প্রশাসনের সমন্বয়ে সার্বক্ষনিক খোঁজখবর রাখছে। দীঘিনালা জোন চেষ্টা করছে সকল আশ্রয়কেন্দ্রে আশ্রিত পরিবারের মাঝে সেনা সহায়তা পৌঁছে দিতে।’
এসময় সেনা জোনের চিকিৎসা কর্মকর্তা আরএমও ক্যাপ্টেন মোস্তাফিজুর রহমান, মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী, স্থানীয় ওয়ার্ড মেম্বার মো. হোসেন ও মো. হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।