মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪

দীঘিনালায় সড়কে শৃঙ্খলা ফেরাতে মাঠে নেমেছে প্রশাসন

লোকাল করেসপন্ডেন্ট
দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালায় সড়ক পরিবহন আইনে বিভিন্ন যানবাহন মালিককে জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। রোববার (২০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলার প্রধান সড়কের জামতলী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরাফাতুল আলম।

এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশানার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসনাত খাঁন। তিনি জানান, ‘সড়ক পনিবহন আইন ২০১৮ অমান্য করায় ১৪টি মামলায় সাড়ে ৭ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।’

ইউএনও মুহাম্মদ আরাফাতুল আলম বলেন, ‘সড়ক নিরাপদ রাখতে আমরা সকাল থেকে এখানে অভিযান পরিচালনা করছি। সড়ক পরিবহন আইন লঙ্ঘন করায় ১৪ জনকে জরিমানা করেছি। সকলকে সড়ক আইন মেনে চলতে হবে। তবেই ব্যস্ততম এই সড়কে দুর্ঘটনা ঘটবে না। পর্যটকবান্ধব সমৃদ্ধ দীঘিনালা গড়ার লক্ষ্যে সড়ক নিরাপত্তায় আইনের প্রয়োগ ও জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।’

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর