রবিবার, নভেম্বর ১০, ২০২৪

দীঘিনালার সড়কের মোড়ে মোড়ে মৌসুমি ফলের পসরা

সোহানুর রহমান, লোকাল করেসপনডেন্ট
দীঘিনালা: খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের মোড়ে মোড়ে মৌসুমি ফলের পসরা বসেছে। স্থানীয় পাহাড়িরা তাদের নিজস্ব বাগানে উৎপাদিত মৌসুমি ফলের পসরা বসায় প্রতিদিন। এসব ফল তাজা ও বিষমুক্ত হওয়ায় কিনে খুশি পথচারী ও পর্যটকরা।

সরেজমিনে দেখা যায়, দীঘিনালা-খাগড়াছড়ি সড়কের ২০ কিলোমিটারজুড়ে দুই-এক কিলোমিটার যেতেই চোখে পড়ে মৌসুমি ফলের পসরা নিয়ে বসে আছে কৃষাণ-কৃষাণীরা। উপজেলার ভৈরফা মুখ, নয় মাইল, দশ মাইল এবং লারমা স্কয়ার এলাকায় এসব পসরা বসে। স্থানীয় কৃষাণ-কৃষাণীরা কেউ আম, আবার কেউবা লিচু, কাঁঠাল, জামরুল, রক্তগোটা ইত্যাদি নিয়ে পসরা সাজিয়ে বসেছে। তবে দামে কম পাওয়ায় খুশি ক্রেতারাও।

সাজেকগামী পর্যটক মো. সাইফুল ইসলাম নামে একজন ক্রেতা বলেন, ‘শহরের বাজারে তাজা ফল পাওয়া যায় না। যদিও পাওয়া যায় তা পুরোপুরি ফরমালিন মুক্ত নয়। তাই পাহাড়ে রাস্তার ধারে বসা কৃষকদের নিকট থেকে কম দামে বিষমুক্ত ফল কিনে নিচ্ছি।’

স্থানীয় বাগানী খগেশ্বর ত্রিপুরা জানান, ‘আমি ২ একর জমি জুড়ে লিচু এবং বিভিন্ন জাতের আম চাষ করেছি। আমি সব ফলই রাস্তার ধারে বিক্রি করেছি। এতে করে পরিবহন খরচ ছাড়াই তাজা বিষমুক্ত ফল সাধারণ পথচারী বা পর্যটকদের নিকট তুলে দিতে পারছি।’

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর