মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪

দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

লোকাল করেসপনডেন্ট
দীঘিনালা: বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে শতাধিক হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৫ এপ্রিল) সকাল ১১টায় সেনানিবাসের প্রশিক্ষণ মাঠে দরিদ্র মানুষের মাঝে চাল, ডাল, আটা, চিনি, তেলসহ প্যাকেট করা খাদ্য সামগ্রী বিতরণ করেন সেনা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তৌহিদুর রহমান।

এসময় তিনি বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী সব সময় দেশের এবং মানুষের কল্যাণের জন্য কাজ করে থাকে।আমাদের সকলকে মনে রাখতে হবে সবার উপরে দেশ। আমাদের সকলকে দেশের কল্যাণের জন্য কাজ করতে হবে এবং দেশে যাতে দুর্যোগের সময় কেউ অনাহারে না থাকে। তাই আমাদের সকলকে উদ্যোগের সঙ্গে নিজ নিজ জমিতে কৃষির উৎপাদনে মনোযোগী হতে হবে।’

তিনি আরও বলেন, ‘এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনীর পাশাপাশি উন্নয়নমূলক অবকাঠামোর লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোনের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরণের সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে।’

এসময় বাঘাইহাট জোনের উপ-অধিনায়ক মেজর সাদিকুল হাসান তালহা, সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা, বাঘাইহাট বাজার সভাপতি নাজিম উদ্দীন চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধি, কারবারি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর