লোকাল করেসপন্ডেন্ট
নাইক্ষ্যংছড়ি: বান্দারবানের নাইক্ষ্যংছড়িতে পাহাড় কাটায় মুজিবুল হক ওরফে মুজিবুল্লাহ (৫০) নামের এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন শর্মা এ আদেশ প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে, উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে মুজিবুল হক প্রকাশ মুজিবুল্লাহ’র বিরুদ্ধে পাহাড় কেটে পরিবেশ ধ্বংস করার কাজে জড়িত রয়েছেন; এমন অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রোমেন শর্মা ঘটনাস্থল চুইল্লা পাড়ায় অভিযান চালিয়ে মুজিবুল হক প্রকাশ মুজিবুল্লাহকে আটক করেন। ভ্রাম্যমাণ আদালত আটক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অভিযানে নাইক্ষ্যংছড়ি থানার উপপরিদর্শক (এসআই) সৌরভ, সহকারী উপপরিদর্শক (এএসআই) মেজবা’সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও রোমেন শর্মা বলেন, যারা পাহাড় টিলা কেটে পরিবেশের ক্ষতি করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।