বুধবার, নভেম্বর ১৩, ২০২৪

নিখোঁজ মোস্তফার সন্ধান মেলেনি ৬ দিনেও, উদ্ধার দাবিতে মানববন্ধন

লোকাল করেসপনডেন্ট
দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালায় বন মোরগ শিকারে গিয়ে মোহাম্মদ মোস্তফা (৫১) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। পরিবারের জানিয়েছে, গত শনিবার (৬ মে) সকাল থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

জানা গেছে, কাঠের কাজ বন্ধ থাকায় পরিবারের ভরণপোষণের জন্য বনে-জঙ্গলে ফলমূল সংগ্রহ ও শিকার করে সংসার চালাতেন মোহাম্মদ মোস্তফা। কারো সঙ্গে কোনো শত্রুতা ছিল না তাঁর। শিকারে বের হয়ে ৬ দিন ধরে তাঁর কোনো খোঁজ নেই। পরিবারের দাবি, মোস্তফা ‘অপহরণ’ হয়েছে।

এদিকে মোস্তফার সন্ধানে গত সোমবার বাবুছড়া ইউনিয়নের বাসিন্দারা সম্মিলিতভাবে ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সন্তোষ জীবন চাকমাকে এ কমিটির প্রধান করা হয়েছে। সন্তোষ জানান, ‘মোস্তফার সন্ধানে পাহাড়ি-বাঙালি নেতাদের সমন্বয়ে আমরা কাজ করছি। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করছি।’

নিখোঁজ মোস্তফার স্ত্রী সুফিয়া বেগম বলেন, ‘শনিবার সকাল থেকেই আমার স্বামীর কোনো খোঁজ নেই। ৬ দিন হয়ে গেলেও কেউ কোন খোঁজ দিতে পাড়ছে না। পিতার নিখোঁজের সংবাদে সন্তানেরা নাওয়া-খাওয়া ছেড়ে দিয়েছে। তাঁর মুঠোফোনটিও বন্ধ। আমার স্বামীকে খুঁজে দিন।’

আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সূত্র জানিয়েছে, গত সোমবার তথ্য ও প্রযুক্তির সহায়তা নিয়ে জানা গিয়েছে দুর্গম জারুলছড়ি এলাকায় মোস্তফার অবস্থান ছিল। এরপর থেকেই মুঠোফোন বন্ধ। দুর্গম এলাকায় আইনশৃঙ্খলাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করা হলেও নিখোঁজের বিষয়ে তথ্য পাননি। বর্তমানে তাঁর মুঠোফোন বন্ধ থাকায় অবস্থান জানা সম্ভব হচ্ছে না।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, ‘নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ ব্যক্তির অনুসন্ধানে পুলিশ কাজ করেছে।’

উদ্ধার দাবিতে মানববন্ধন
এদিকে, নিখোঁজ মোস্তফার সন্ধান ও উদ্ধার চেয়ে মানববন্ধন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ দীঘিনালা উপজেলা শাখা ও সচেতন এলাকাবাসী। বৃহস্পতিবার (১১ মে) সকালে বাবুছড়ায় পুলিশ ফাঁড়ি সংলগ্ন সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ দীঘিনালা উপজেলা কমিটির সহ-সভাপতি আল-আমিন হাওলাদারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মো. জাহিদুল হাসান। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান ডালিম, সংগঠনের সদস্য সচিব এসএম মাসুম রানা।

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর