লোকাল করেসপন্ডেন্ট
দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালার দুর্গম এলাকায় সরকারের উন্নয়ন প্রচারে গ্রাম পর্যায়ে বৈঠক শুরু করেছে জনপ্রতিনিধি। খাগড়াছড়ি পার্বত্য জেলার সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির পক্ষ থেকে দীঘিলানা উপজেলার মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী এ উদ্যোগ নিয়েছেন।
আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ১৪ বছরের উন্নয়ন বিষয়ক গ্রাম পর্যায়ে শীর্ষক উঠান বৈঠক আয়োজন করা হয়েছে। সম্প্রতি উপজেলার রশিক নগর ও মধ্যবোয়ালখালী এলাকার গ্রামবাসীদের নিয়ে দুইটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় মেরুং ইউপি’র দুর্ঘম ১ নং ওয়ার্ডের দুর্গম এলাকা নয় মাইলে এ শীর্ষক বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকের মেরুং ইউনিয়ন পরিষদ সদস্য ভূবন মোহন ত্রিপুরা’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন- জেলার একমাত্র নারী ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী। মাহমুদা বেগম লাকী গত নির্বাচনে আওয়ামী লীগের মনোনায়ন নিয়ে নির্বাচিত হয়েছেন। দলের প্রতি দায়বদ্ধতা থেকেই গ্রাম পর্যায়ে উন্নয়ন সভা করার উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
সভায় মাহমুদা বেগম লাকী বলেন, ‘বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেই অবহেলিত এ অঞ্চলের ভাগ্য উন্নয়ন, পানির সমস্যা দূরীকরণ ও রাস্তাঘাট উন্নয়নের কথা বলে শেষ করা যাবে না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। দেশের জনগনের ভাগ্যের উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আসীন করতে হবে।’
এসময় মেরুং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ঘণশ্যাম ত্রিপুরা, নয় মাইল এলাকার কৃষ্ণ কিশোর ত্রিপুরা, নারী কার্বারী অঞ্জলি ত্রিপুরাসহ অত্র ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও দুর্গম কয়েকটি গ্রামের জনসাধারণ উপস্থিত ছিলেন।