শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ঊষাতন তালুকদার

শিজক রিপোর্ট
রাঙামাটি: ২৯৯ নম্বর রাঙামাটি আসনে প্রার্থিতা প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) কেন্দ্রীয় সহ-সভাপতি ঊষাতন তালুকদার। শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টায় রাঙামাটি জেলাপ্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মোশারফ হোসেন খানের কাছে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন জমাদেন ঊষাতন তালুকদার।

প্রার্থিতা প্রত্যাহারের আবেদনে ‘ব্যক্তিগত’ কারণ দেখিয়েছেন ঊষাতন তালুকদার। তবে জনসংহতি সমিতি সূত্র জানিয়েছে, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকায় সাংগঠনিকভাবে এই সিদ্ধান্ত নিয়েছে জনসংহতি সমিতি।

প্রার্থিতা প্রত্যাহার আবেদন জমা দেওয়ার সময় ঊষাতন তালুকদারের সঙ্গে জনসংহতি সমিতি রাঙামাটি জেলা কমিটির সভাপতি গঙ্গা মানিক চাকমা, সাধারণ সম্পাদক নগেন্দ্র চাকমা উপস্থিত ছিলেন। জমা শেষে ঊষাতন তালুকদার সাংবাদিকদের বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকায় তিনি দলের সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি জেলাপ্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, ‘ঊষাতন তালুকদার ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার আবেদন করেছেন এবং আবেদন গ্রহণ করা হয়েছে। এখন এই আসনে চারজন প্রার্থী রয়েছেন।’

৫ জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদারের প্রার্থিতা প্রত্যাহারের ফলে রাঙামাটি আসনে এখন লড়বেন চারজন। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হারুনুর রশীদ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের অমর কুমার দে ও তৃণমূল বিএনপির প্রার্থী মিজানুর রহমান।

পাহাড়ের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, হেভিওয়েট প্রার্থী ঊষাতন তালুকদারের প্রার্থিতা প্রত্যাহারের ফলে রাঙামাটি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দীপংকর তালুকদারের কোনো ‘শক্তিশালি প্রতিদ্বন্দ্বী’ নেই। যে কারণে এই আসনে আবারও বিজয়ী হওয়ার পথে দীপংকর তালুকদার।

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর