মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪

পানিস্বল্পতায় কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনে ভাটা

শিজক রিপোর্ট
রাঙামাটির কাপ্তাই হ্রদে পানিস্বল্পতার কারণে দেশের একমাত্র জলবিদ্যুৎকেন্দ্র কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন কমেছে। কেন্দ্রটির সর্বোচ্চ উৎপাদন সক্ষমতা ২৪২ মেগাওয়াট হলেও এখন উৎপাদন হচ্ছে কেবলমাত্র ৩০ মেগাওয়াট। আগামী দুইমাসেও এই সংকট থেকে উত্তোরণের সম্ভাবনা নেই বলছেন সংশ্লিষ্টরা। বর্তমানে বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে একটি ইউনিটে গড় উৎপাদন হচ্ছে ৩০ মেগাওয়াট।

বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, প্রতি বছরের নভেম্বর-ডিসেম্বর থেকে কাপ্তাই হ্রদের পানি কমতে থাকায় বিদ্যুৎ উৎপাদন কমতে শুরু করে। হ্রদের পানি কমতে শুরু হওয়ায় উৎপাদনকেন্দ্রের পাঁচটি ইউনিটের উৎপাদন সক্ষমতা ধীরলয়ে কমিয়ে আনা হয়। বিগত বছরে যান্ত্রিকত্রুটির কারণে কেন্দ্রের দুইটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত থাকলেও এবছর পাঁচটি ইউনিট সচল রয়েছে। কেন্দ্র সূত্র আরও জানিয়েছে, পাঁচ ইউনিটের মধ্যে এখন কেবলমাত্র ৪ নম্বর ইউনিটে উৎপাদন হচ্ছে গড়ে ৩০ মেগাওয়াট। বিগত দুই মাস ধরে বিদ্যুৎ উৎপাদন কমে এসেছে। আপাতত হ্রদে পানি বৃদ্ধির সম্ভাবনা না থাকায় আগামী মার্চ পর্যন্ত পানিস্বল্পতার মধ্যেই উৎপাদন অব্যাহত রাখবে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, রুলকার্ভ অনুযায়ী কাপ্তাই হ্রদে পানির ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল (মীনস সি লেভেল)। হ্রদে বর্তমানে ৯৫ দশমিক ৮৮ এমএসএল পানি থাকার কথা থাকলেও বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানি আছে ৮২ দশমিক ৫৩ এমএসএল। স্বাভাবিকতার চেয়ে হ্রদে এখন ১৩ দশমিক ৩৫ এমএসএল পানি রয়েছে। যে কারণে ৫টি ইউনিটের মধ্যে বর্তমানে বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট সচল রয়েছে। উৎপাদিত বিদ্যুতের পুরোটাই জাতীয় গ্রীডে সঞ্চালন করা হচ্ছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আবদুজ্জাহের বলেন, পাঁচটি ইউনিটে আমাদের কেন্দ্রের মোট উৎপাদন সক্ষমতা ২৪২ মেগাওয়াট। এরমধ্যে এখন কেবলমাত্র একটি ইউনিটে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। পানিস্বল্পতার কারণে চারটি ইউনিটে উৎপাদন আপাতত বন্ধ রয়েছে। বৃষ্টিপাত না হলে কিংবা কাপ্তাই হ্রদের পানি না বাড়লে উৎপাদন সক্ষমতা বাড়ানোর জন্য আমাদের কিছু করার নেই। পানি না বাড়লে উৎপাদন সক্ষমতা আরও কমতে পারে।

প্রসঙ্গত, ষাটের দশকে জলবিদ্যুৎকেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে খরস্রোতা কর্ণফুলী নদীতে বাঁধ দেওয়ার কারণে গড়ে ওঠে বিস্তৃীর্ণ কৃত্রিম কাপ্তাই হ্রদ। পরবর্তীতে ১৯৬২ সালে রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীতে বাঁধ দেয়া অংশে চালু করা হয় দেশের একমাত্র জলবিদ্যুৎকেন্দ্র কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। শুরুর দিকে বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন সক্ষমতা ছিল ৮০ মেগাওয়াট। পরবর্তীতে ধাপে খাপে স্থাপনাটির বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করে মোট ২৪২ মেগাওয়াটে উন্নীত করা হয়েছে। এই উৎপাদনের পুরোটাই যোগ হচ্ছে জাতীয় গ্রীডে। কাপ্তাই বাঁধের মধ্যে ১২ দশমিক ২ মিটার দৈর্ঘ্য ও ১১ দশমিক ৩ মিটার প্রস্থ আয়তনে ১৬টি জলকপাট রয়েছে। এই ১৬টি জলকপাট দিয়ে একত্রে প্রতি সেকেন্ডে ৫ লাখ ২৫ হাজার কিউসেক পানি নিগর্মণ করতে পারে।

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর