রবিবার, নভেম্বর ১০, ২০২৪

পার্বত্য এলাকার আনাচে-কানাচে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে: দীপংকর

লোকাল করেসপনডেন্ট
কাপ্তাই: রাঙামাটির কাপ্তাই ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার প্রধান অতিথি হিসেবে একাডেমিক ভবনের উদ্বোধন করেন।

পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি বলেন, ‘বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। এ সরকারের আমলে পার্বত্য অঞ্চলে সবচেয়ে বেশি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় পার্বত্য এলাকার আনাচে-কানাচে অভূতপূর্ব উন্নয়নসাধন হয়েছে।’

১০০ নম্বর ওয়াগ্গা মৌজার হেডম্যান ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি অরুন তালুকদারের সভাপতিত্বে এবং কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুজন তনচংগ্যার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন- রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, সদস্য অংসুইছাইন চৌধুরী ও দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে, কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নাছির উদ্দীন,
রাঙামাটি শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী বিজক চাকমা, সহকারী প্রকৌশলী আলো জ্যোতি চাকমা, উপ-সহকারী প্রকৌশলী সুমন চাকমা।

আরও উপস্থিত ছিলেন কাপ্তাই থানার ওসি জসিম উদ্দীন, উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহামুদ হাসান, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরনজীত তনচংগা, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন প্রমুখ। এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা।

প্রসঙ্গত, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের (মাউশি) বাস্তবায়নে ও রাঙামাটি শিক্ষা প্রকৌশল অধিদফতরের অর্থায়নে ২ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে চারতলা একাডেমিক ভবনটি নির্মাণ করা হয়।

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর