রবিবার, নভেম্বর ১০, ২০২৪

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণার দাবি

শিজক ডেস্ক
বাঘাইছড়ি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণ জয়ন্তী পালিত হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নের বটতলা কমিউনিটিং সেন্টারে ৫১তম বর্ষপূর্তি উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও উপজেলা জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি সুশীল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেএসএস রাঙামাটি জেলার শাখার সহসভাপতি সুমতি রঞ্জন চাকমা। এতে বিশেষ অতিথি ছিলেন- জেএসএস রাঙামাটি জেলা শাখার সদস্য পুলক জ্যোতি চাকমা, বাঘাইছড়ি থানার শাখার সহ-সভাপতি মন্তু চাকমা, সদস্য ধন বিকাশ চাকমা।

আরও পড়ুন: ভাঙাগড়ার বিভেদ ভুলে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জনসংহতি সমিতির

ভারত প্রত্যাগত শরণার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন দীলিপ চাকমা, জনপ্রতিনিধিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইউপি সদস্য অমূল্য রতন চাকমা ও সংরক্ষিত নারী ইউপি সদস্য রাশিকা চাকমা এবং উপজেলা যুব সমিতির সদস্য অনিক চাকমা। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেছে।

আলোচনা সভায় বক্তারা বলেন, পাহাড়ের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে জনসংহতি সমিতির প্রতিষ্ঠা হয়েছিল। জনসংহতি সমিতি পাহাড়ের মানুষের স্বাধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন সংগ্রাম করছে। আজ থেকে ২৫ বছর আগে সরকারের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম চুক্তি করেছিল জনসংহতি সমিতি। পাহাড়ের মানুষের অধিকারের সনদ পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন না করে সরকার ঝুলিয়ে রেখেছে।

এসময় তারা অতিদ্রুত পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়নে সরকারের রোডম্যাপ ঘোষণার দাবি জানান। (বিজ্ঞপ্তি)

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর