শিজক রিপোর্ট
রাঙামাটি: পার্বত্য চট্টগ্রামে যারাই পাহাড় কাটবে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি। বলেছেন, পাহাড় কাটায় যারা জড়িত, তাদের ছাড় দেয়া হবে না। তারা যতই ক্ষমতাধর হোক, তাদেরকে আইনের আওতায় আনা হবে।
শুক্রবার (১০ মার্চ) রাঙামাটি বন বিভাগের ৬ তলা অফিস ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে সকাল ৯টায় তিনি নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। এসময় বন বিভাগ রাঙামাটি অঞ্চলের বন সংরক্ষক মিজানুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বন মন্ত্রী শাহাব উদ্দিন আরও বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে বন অনেক কমে গেছে বনায়ন বৃদ্ধিতে নানা ধরনের প্রকল্প গ্রহণ করা হয়েছে। স্থানীয়দের চাহিদা মোতাবেক পার্বত্য এলাকায় বনায়ন করা হবে।’
প্রসঙ্গত, রাঙামাটি জেলা শহরের প্রাণকেন্দ্র বনরূপায় বন বিভাগের ৬ তলা বিশিষ্ট ৪৫ হাজার বর্গফুটের ভবনটি ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ প্রকল্প করছে গণপূর্ত বিভাগ।