শিজক ডেস্ক
রাঙামাটি: পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের (পিসিপি) ২৭তম কাউন্সিলের মাধ্যমে নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। এতে নতুন সভাপতির দায়িত্ব পেয়েছেন নিপন ত্রিপুরা এবং সাধারণ সম্পাদক হয়েছেন থোয়াইক্য জাই চাক।
রোববার (২১ মে) রাঙামাটি সাংস্কৃতিক ইন্সটিটিউট মিলনায়তনে ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে ছাত্র-যুব সমাজ অধিকতর সামিল হউন’ এই স্লোগানকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের দিনব্যাপী প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি ঊষাতন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি, রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক সুবীণা চাকমা।
জনসংহতি সমিতি জানে না সরকার কবে ৬৫টি ধারা বাস্তবায়ন করেছে: ঊষাতন
প্রধান অতিথির বক্তব্যে ঊষাতন তালুকদার বলেন, “অধিকারের প্রশ্নে আমরা কতটুকু অসহায় তা আমাদের অনুধাবন করতে হবে। বাস্তবতা বিশ্লেষণ করার মধ্য দিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আমাদের প্রবীণ নেতারা ছাত্র অবস্থা থেকেই প্রগতিশীলতার সঙ্গে জুম্ম সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করেছেন। বর্তমান সময়ের ছাত্র সমাজকেও এগিয়ে আসতে হবে।”
কাউন্সিল অধিবেশনে সংগঠনের সামগ্রিক প্রতিবেদন পাঠ করেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক নিপন ত্রিপুরা এবং আর্থিক প্রতিবেদন পাঠ করেন অর্থ সম্পাদক মিলন কুসুম তঞ্চঙ্গ্যা।
কাউন্সিল অধিবেশনে প্রতিনিধি, পর্যবেক্ষকদের সমর্থনে নিপন ত্রিপুরাকে সভাপতি, থোয়াইক্য জাই চাককে সাধারণ সম্পাদক এবং সুপ্রিয় তঞ্চঙ্গ্যাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট ২৭তম কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে শপথ বাক্য পাঠ করান বিদায়ী কমিটির সভাপতি সুমন মারমা।
প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিলে পিসিপি’র বিভিন্ন কলেজ, পলিটেকনিক, থানা, শহর, ইউনিয়ন, জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয় শাখা এবং জনসংহতি সমিতি, মহিলা সমিতি, যুব সমিতি, হিল উইমেন্স ফেডারেশন থেকে তিন শতাধিক প্রতিনিধি ও পর্যবেক্ষক অংশগ্রহণ করে বলে জানিয়েছেন সংগঠনটি।