মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪

পুর্নমিলনীতে প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণে মুখরিত ‘সুইডিশ’

লোকাল করেসপনডেন্ট
কাপ্তাই: রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবন নির্মাণ করে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার । শুক্রবার (১৭ মার্চ) বিকালে ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের আয়োজিত পুর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

অনুষ্ঠানে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী ফজলুল বারী চৌধুরী’র সঞ্চালনায় এবং পরিষদের সভাপতি প্রকৌশলী আহমেদ কামাল চৌধুরী সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার, রাঙামাটি জেলা পরিষদ সদস্য প্রকৌশলী অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমন দে, ৪ নম্বর কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ প্রমুখ।

এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানে অংশ নেন দীপংকর তালুকদার। বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট- সুইডিশ নামে সারাদেশে আগে থেকেই পরিচিত। পুর্নমিলনী অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণে মুখরিত হয়েছে ক্যাম্পাস।

পরে দীপংকর তালুকদার ‘সুইডিশিয়ানদের প্রবাহ’ ম্যাগাজিন মোড়ক উম্মোচিত করেন। এর আগে সকাল থেকে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের আনন্দ শোভাযাত্রা, স্মৃতিচারণ, বিনামূল্য রক্তদান, চক্ষু শিবিরসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়। পুর্নমিলনীতে দেশ-বিদেশ হতে প্রায় ২ হাজার বর্তমান-প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর