শিজক ডেস্ক
রাঙামাটি: জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা সোমবার (২৭ ফেব্রুয়ারি) নিউ পুলিশ লাইন্স কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদুল ইসলামের সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন রাঙামাটির পুলিশ সুপার (এসপি) মীর আবু তৌহিদ।
সভায় পুলিশ সুপার বিগত মাসের আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করেন এবং চলতি মাসে পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদনের প্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণ করেন। সভায় সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ পুলিশ সুপারের কাছে নানান সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন। বিগত মাসের সমস্যা সমাধানের জন্য পুলিশ সুপার ধন্যবাদ জ্ঞাপন করেন।
পুলিশ সুপার বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্যদের সমস্যার কথা মনযোগ সহকারে শোনেন এবং সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। এসময় তিনি সকল সদস্যদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনসহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় রাঙামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ জেলার সকল থানা, ফাঁড়ি ও ক্যাম্প থেকে আগত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। (বিজ্ঞপ্তি)