বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪

প্রত্যাশিত ফলাফলে লেকার্স শিক্ষার্থীদের উল্লাস

শিজক ডেস্ক
রাঙামাটি: জেলার সদর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের (শিক্ষা সমাপনী পরীক্ষা) বৃত্তি পরীক্ষা-২০২২ এ উত্তীর্ণ শিক্ষার্থীদের ফলাফল প্রাপ্তির পর লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এসময় নেচে-গেয়ে আনন্দ উল্লাস করে উর্ত্তীণ শিক্ষার্থীরা।

প্রাথমিক সমাপনী পরীক্ষায় ভালো ফলাফল করায় শিক্ষার্থীদের মিষ্টিমুখ করিয়ে অভিনন্দন জানান লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মেজর মীর সোহান। এসময়র উপাধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।

জানা গেছে, রাঙামাটি সদর উপজেলা থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৩০ জন এবং সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৯৪ জন। এরমধ্যে লেকার্স পাবলিকের মোট ২৬ পরীক্ষার্থীর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ১৭ জন ও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৫ জন শিক্ষার্থী। ভবিষ্যতেও এই সাফল্য, মান এবং ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা ব্যক্ত করেন লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মেজর মীর সোহান।

উত্তীর্ণ শিক্ষার্থীদের সঙ্গে অধ্যক্ষ ও শিক্ষকমণ্ডলী

পরে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সঙ্গে নিয়ে অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং শিক্ষকবৃন্দ ছবি তুলে ফ্রেমবন্দি হন।

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর