শিজক ডেস্ক
রাঙামাটি: গত ৩০ মার্চ দায়িত্বরত অবস্থায় শারীরিক অসুস্থজনিত কারণে সেনাসদস্য নন্দ বিকাশ চাকমা আকস্মিক মৃত্যুবরণ করেন। নন্দ বিকাশ চাকমার অকাল প্রয়াণে সহমর্মিতা ও সহযোগিতার নিদর্শন স্বরূপ আগামী জুন থেকে সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত তুষার চাকমার স্কুল জীবনে পড়াশুনার যাবতীয় প্রাতিষ্ঠানিক ব্যয়ভার লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদ বহনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বৃহস্পতিবার (১১ মে) প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ সভায় প্রয়াত সেনাসদস্য নন্দ বিকাশ চাকমার সহধর্মিনী জুলি চাকমার হাতে এই সংক্রান্ত একটি অঙ্গীকার পত্র তুলে দেন সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়ন কমান্ডার ও লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন।
এসময় লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সহ-সভাপতি লে. কর্নেল বিএম আশিকুর রহমান, সিনিয়র সমন্বয়কারী ব্রিগেড মেজর মো. শফিকুল ইসলাম, লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজর মীর সোহান ও পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।